<p>কর জালিয়াতির মামলা থেকে অব্যাহতি পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। স্থানীয় সময় গত সোমবার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক মার্ক স্কারসি মামলা প্রত্যাহারের আটটি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এই মামলায় হান্টারের বিরুদ্ধে ১৪ লাখ ডলার কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। বিচারক স্কারসি বলেন, রাজনৈতিক পক্ষপাতের প্রসঙ্গ তুলে মামলাটি খারিজের প্রস্তাব দিয়েছিলেন হান্টারের আইনজীবী। তবে এর পক্ষে কার্যত কোনো প্রমাণ সরবরাহ করতে পারেননি তিনি। তবে হান্টারের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। হান্টারের দাবি, রিপাবলিকানদের চাপে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। হান্টারের আইনজীবী অ্যাবে লোয়েল বলেন, তিনি আদালতের সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি দ্বিমত পোষণ করছেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে আগামী জুনে হান্টার বাইডেনের বিচার শুরু হতে পারে। সূত্র : আলজাজিরা</p> <p> </p>