<p>ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন রাম ভক্তদের অযোধ্যায় না যাওয়ার অনুরোধ জানিয়েছেন। গতকাল শনিবার অযোধ্যায় রেলস্টেশন ও নতুন বিমানবন্দরের উদ্বোধনের পর দেওয়া এক বক্তব্যে এই অনুরোধ জানান মোদি। ভবিষ্যতে পুরো বিশ্ব থেকে মানুষ অযোধ্যায় রামমন্দির দর্শনে আসবেন বলে দাবি করে মোদি বলেন, যাঁরা নিমন্ত্রিত নন, তার বাইরে আগামী ২২ জানুয়ারি যেন অন্য কেউ অযোধ্যায় না আসেন। সে ক্ষেত্রে ভিড় সামাল দেওয়া মুশকিল হবে ২২ তারিখের পর সাধারণ মানুষকে অযোধ্যায় আসার পরামর্শ দিয়েছেন মোদি। সূত্র : এনডিটিভি</p> <p> </p> <p> </p>