<p>দীর্ঘ ১৫ বছরের স্বেচ্ছানির্বাসন কাটিয়ে দেশে ফিরছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। আগামী মঙ্গলবার তাঁর দেশে ফেরার কথা রয়েছে।</p> <p>থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পোয়েতংতার্ন সিনাওয়াত্রা জানান, তাঁর বাবা থাকসিন আগামী মঙ্গলবার ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করবেন। ২০০৬ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন থাকসিন। ২০০৮ সালে তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় ঘোষণা করা হলে তিনি দেশ ছেড়ে চলে যান। সূত্র : এএফপি</p> <p> </p>