পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারত সফরকালে দেশটির শীর্ষ কূটনীতিক এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসুন আর না বসুন, অতিথিকে রীতি অনুযায়ী স্বাগত জানানোর কাজটি ঠিকঠাক সম্পন্ন হয়েছে। গোয়ায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) দুই দিনব্যাপী সম্মেলনে বিলাওয়ালকে হাতজোড় করে নমস্কার জানিয়ে তাঁর সঙ্গে ছবিও তুলেছেন জয়শঙ্কর।
৪-৫ মে এসসিওভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার গোয়ায় পৌঁছান বিলাওয়াল। ১২ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ভারতে পা রাখায় তাঁর এ সফর সংবাদমাধ্যমে আলাদা গুরুত্ব পেয়েছে।
একই সঙ্গে চিরবৈরী প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের ঘোষণা না আসার বিষয়টিও আলোচনার জন্ম দিয়েছে। অথচ জয়শঙ্কর চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারত, রাশিয়া, চীন, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানকে নিয়ে ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় এসসিও। এ বছর এসসিও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ভারতে।
এর অংশ হিসেবে ৪-৫ মে গোয়ায় আয়োজিত হয় এসসিওভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। এ সম্মেলনে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে করমর্দন করার পরিবর্তে সবাইকে নমস্কারের মাধ্যমে স্বাগত জানান।
বিলাওয়ালের সঙ্গে আলাদা বৈঠক না করে তাঁর উপস্থিতিতে দেওয়া বক্তব্যে ‘সন্ত্রাসের হুমকি’ ও সীমান্ত সন্ত্রাস নিয়ে কড়া বার্তা দেন জয়শঙ্কর। চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গাংয়ের সঙ্গে জয়শঙ্করের বৈঠকেও গুরুত্ব পায় সীমান্ত ইস্যু।
কিন গাং বেশ জোর দিয়ে বলেন, ভারত-চীন সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। তিনি আরো বলেন, দিল্লি-বেইজিং উভয় পক্ষেরই উচিত পারস্পারিক অর্জনগুলো দৃঢ় করা, সংশ্লিষ্ট চুক্তিগুলো কঠোরভাবে মেনে চলা এবং সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা ধরে রাখতে অব্যাহত চেষ্টা চালিয়ে যাওয়া।
কিন গাংয়ের সঙ্গে বৈঠকের পর এক টুইটে জয়শঙ্কর বলেন, বিবদমান ইস্যুগুলো সমাধান করা এবং সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়গুলো বৈঠকে প্রাধান্য পেয়েছে।
রাশিয়া ও চীনের সঙ্গে ভারত দ্বিপক্ষীয় বৈঠক করলেও পাকিস্তানের সঙ্গে কোনো বৈঠকের ঘোষণা গতকাল পর্যন্ত আসেনি। অথচ ১৯৪৭ সালে ঔপনিবেশিক শাসনমুক্ত হওয়ার পর থেকে কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব চরমে।
ইস্যুটি নিয়ে দুই দেশের উত্তেজনার পারদ ওঠানামা করলেও এই সংকট কখনো সমাধানের পথে যায়নি। সূত্র : এএফপি, এনডিটিভি