ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

বিদ্যুত্সংকটে দক্ষিণ আফ্রিকায় জাতীয় বিপর্যয় ঘোষণা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
বিদ্যুত্সংকটে দক্ষিণ আফ্রিকায় জাতীয় বিপর্যয় ঘোষণা

ভয়াবহ বিদ্যুত্সংকটের কারণে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় অর্থনীতির দেশ দক্ষিণ আফ্রিকায় জাতীয় বিপর্যয় ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দেশের প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ ঘোষণা দেন। বিদ্যুতের সংকট দেশটির অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান এসকম বিদ্যুত্সংকটের কারণে প্রতিদিন ১২ ঘণ্টা পর্যন্ত সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

ভয়াবহ এই লোডশেডিংয়ে বিরক্ত দেশের মানুষ।

রাজধানী কেপটাউনে বার্ষিক ভাষণে সিরিল রামাফোসা বলেন, আমরা বিদ্যুত্সংকট ও এর প্রভাবগত কারণে জাতীয় দুর্যোগ ঘোষণা করছি।

এসকম বর্তমানে ঋণে জর্জরিত। তারা কয়লাচালিত পুরনো বিদ্যুৎ অবকাঠামো দিয়ে উদ্ভূত পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে।

প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জানিয়েছে, জাতীয় বিপর্যয় ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতে যাওয়া হবে। রামাফোসার নেতৃত্বাধীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) সরকার করোনাভাইরাস মহামারিকালে ক্রয়প্রক্রিয়ার অপব্যবহার করেছে। সূত্র: ডয়চে ভেলে

মন্তব্য

সম্পর্কিত খবর

তুরস্কে আইএস সন্দেহে ১৫৩ জন গ্রেপ্তার

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
তুরস্কে আইএস সন্দেহে ১৫৩ জন গ্রেপ্তার

তুরস্কে সন্ত্রাসবিরোধী অভিযানে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর ১৫৩ জন সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ তথ্য নিশ্চিত করেন। গত দুই সপ্তাহে ২৮টি প্রদেশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের আওতা ছিল ইজমির ও মুগলা (পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অঞ্চল), হাতায় ও মারদিন (দক্ষিণ-পূর্ব অঞ্চল) এবং সামসুনসহ (উত্তরাঞ্চল, কৃষ্ণ সাগর উপকূল) বিভিন্ন এলাকা।

মন্ত্রীর দাবি, অভিযুক্তরা আইএস-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর অর্থায়নে যুক্ত ছিলেন। আলী ইয়ারলিকায়া আরো বলেন, তুরস্কের গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। তুরস্কের সিরিয়ার সঙ্গে প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সম্প্রতি সিরিয়ার দক্ষিণাঞ্চলে নতুন সরকারপন্থী বাহিনীর ওপর হামলার দায় স্বীকার করে আইএস।
এর পর থেকেই তুরস্কে আইএস-বিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে। সূত্র : এএফপি

মন্তব্য

যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের হিড়িক, উদ্বেগ ভারতীয় শিক্ষার্থীদের

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের হিড়িক, উদ্বেগ ভারতীয় শিক্ষার্থীদের

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ভারতীয় শিক্ষার্থীদের আগমন উল্লেখযোগ্য হারে কমে গেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ঘিরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চলমান জটিলতার কারণে এই সংকট দেখা দিয়েছে বলে মনে করছেন হায়দরাবাদের শিক্ষাবিষয়ক পরামর্শদাতারা। তাদের মতে, গত বছরের তুলনায় এবার বিদেশগামী শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ৭০ শতাংশ কমে গেছে। মূলত যুক্তরাষ্ট্রের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট ফ্রিজ থাকা এবং হঠাৎ ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে যাওয়া এই পরিস্থিতির মূল কারণ।

গত বছর চীনকে পেছনে ফেলে সবচেয়ে বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিল ভারত।  ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি পর্যন্ত ১১ লাখের বেশি ভারতীয় শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা নিচ্ছেন, যার মধ্যে ইউরোপ গন্তব্য হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে। সূত্র : এনডিটিভি

 

মন্তব্য
সংক্ষিপ্ত

ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে

ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। দেশটির পাবলিক ব্রডকাস্টার ক্যান, জাচি আদেগাতি বলেন, দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে ১০ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। তিনি বলেন, অনেক হয়েছে! সড়কে অনেক প্রবীণ সেনাকে দেখা যায়। তবে চারপাশের আমলাতন্ত্রের কারণে তাদের কাছে পর্যাপ্ত সাহায্য পৌঁছানো সম্ভব হয় না।

তিনি আরো বলেন, কখনো কখনো ওই সব প্রবীণ যোদ্ধার কাছে ২৪ ঘণ্টা অপেক্ষা করার মতো সময় থাকে না। অনেকে সরকারের কাছ থেকে চিকিৎসাসেবার অপেক্ষায় থাকার পর তা না পেয়ে আত্মহত্যা করে। এ সপ্তাহের শুরুতে টাইমস অব ইসরায়েলের তরফে বলা হয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণে থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেছে এক সেনা। এতে সে গুরুতরভাবে আহত হয়।
এ বছরের জানুয়ারিতে ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ২৮ সেনা আত্মহত্যা করেছে। সূত্র : আলজাজিরা

 

মন্তব্য

বেদুইনগোষ্ঠীর যোদ্ধারা

শেয়ার
বেদুইনগোষ্ঠীর যোদ্ধারা
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সোয়েইদা প্রদেশের আল-মাজরা গ্রামে গতকাল বেদুইনগোষ্ঠীর যোদ্ধারা জড়ো হয়। এ সময় সেখানকার একটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। ১৩ জুলাই থেকে প্রদেশটিতে স্থানীয় বেদুইনগোষ্ঠী ও দ্রুজ সম্প্রদায়ের যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। ছবি : এএফপি
মন্তব্য

সর্বশেষ সংবাদ