ভয়াবহ বিদ্যুত্সংকটের কারণে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় অর্থনীতির দেশ দক্ষিণ আফ্রিকায় জাতীয় বিপর্যয় ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দেশের প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ ঘোষণা দেন। বিদ্যুতের সংকট দেশটির অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান ‘এসকম’ বিদ্যুত্সংকটের কারণে প্রতিদিন ১২ ঘণ্টা পর্যন্ত সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
ভয়াবহ এই লোডশেডিংয়ে বিরক্ত দেশের মানুষ।
রাজধানী কেপটাউনে বার্ষিক ভাষণে সিরিল রামাফোসা বলেন, ‘আমরা বিদ্যুত্সংকট ও এর প্রভাবগত কারণে জাতীয় দুর্যোগ ঘোষণা করছি।’
এসকম বর্তমানে ঋণে জর্জরিত। তারা কয়লাচালিত পুরনো বিদ্যুৎ অবকাঠামো দিয়ে উদ্ভূত পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে।
প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জানিয়েছে, জাতীয় বিপর্যয় ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতে যাওয়া হবে। রামাফোসার নেতৃত্বাধীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) সরকার করোনাভাইরাস মহামারিকালে ক্রয়প্রক্রিয়ার অপব্যবহার করেছে। সূত্র: ডয়চে ভেলে