<p>তাইওয়ানের স্থানীয় নির্বাচনে পরাজয়ের পর ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রধানের পদ থেকে গত শনিবার পদত্যাগ করেছেন স্বশাসিত দ্বীপটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। নির্বাচনে বিরোধী দল কুয়োমিনটাং (কেএমটি) রাজধানী তাইপেসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় জয় পেয়েছে। দলটি চীনপন্থী হিসেবে পরিচিত হলেও প্রকাশ্যে তা মানতে রাজি নয়। স্বশাসিত তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বড় ধরনের ভূ-রাজনৈতিক বিরোধের কারণে এ নির্বাচন নিয়ে অনেকেরই আগ্রহ ছিল।</p> <p>সূত্র : বিবিসি</p> <p> </p> <p> </p>