kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০২২ । ২৪ অগ্রহায়ণ ১৪২৯ । ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

চীনা ‘চাপ সামলাতে’ তাইওয়ানে ইংরেজি চ্যানেল চালু

কালের কণ্ঠ ডেস্ক   

৪ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতাইওয়ানে প্রথমবারের মতো একটি ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল চালু হয়েছে গতকাল সোমবার। তাইওয়ানপ্লাস নামের চ্যানেলটি চীনের ‘হুমকি ও চাপের’ বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারণাকে এগিয়ে নিতে ব্যবহার করতে চায় স্বশাসিত দ্বীপটি। গত বছর থেকেই চ্যানেলটি অনলাইনে সম্প্রচার কার্যক্রম শুরু করেছিল। আপাতত তাইওয়ান দ্বীপেই এর টিভি সম্প্রচার চলবে।

বিজ্ঞাপন

ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে সম্প্রচার শুরুর আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-উয়েন বলেন, ‘আমি নিশ্চিত, চ্যানেলটি আন্তর্জাতিক পরিমণ্ডলে তাইওয়ানের প্রতি সমর্থন উৎসাহিত করবে। ’ প্রসঙ্গত, স্বশাসিত তাইওয়ান দ্বীপকে নিজেদের অংশ হিসেবে মনে করে চীন। কিছুদিন আগে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে বড় মহড়া চালায় চীন। সূত্র : এএফপি

 সাতদিনের সেরা