kalerkantho

বুধবার । ৭ ডিসেম্বর ২০২২ । ২২ অগ্রহায়ণ ১৪২৯ । ১২ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

বিশ্বে কলেরার প্রকোপ বেড়েছে

কালের কণ্ঠ ডেস্ক   

১ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিশ্বে চলতি বছরে কলেরার প্রকোপ বেড়েছে। এরই মধ্যে ২৬টি দেশে ছড়িয়েছে রোগটি। বেড়েছে মৃত্যুর হারও। বিশেষ করে দরিদ্র ও সংঘাতের এলাকায় এ রোগটির প্রকোপ বেশি দেখা গেছে।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন এসব তথ্য। গতানুগতিক যেকোনো বছরে ২০টিরও কম দেশে কলেরা ছড়িয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কলেরা টিমের প্রধান ফিলিপ্পে বারবোজা বলেন, ‘কয়েক বছর ধরে প্রকোপ কমে আসছিল, আমরা গত বছরজুড়ে বৈশ্বিক কলেরার অত্যন্ত উদ্বেগজনক একটি বৃদ্ধি দেখতে পাচ্ছি। ’ পাঁচ বছরের গড়ের সঙ্গে তুলনা করলে চলতি বছরে গড় মৃত্যুহার প্রায় তিন গুণ বেড়েছে এবং হর্ন অব আফ্রিকায় বর্তমানে প্রায় ৩ শতাংশের কাছাকাছি রয়েছে। সিরিয়ায় কলেরা প্রাদুর্ভাবে অন্তত ৩৩ জন মারা গেছে বলে খবর এসেছে। হর্ন অব আফ্রিকা এবং পাকিস্তানসহ এশিয়ার কিছু অংশের কলেরা প্রাদুর্ভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বারবোজা। টিকার স্বল্পতা রয়েছে জানিয়ে তিনি বলেন, টিকার মাত্র কয়েক মিলিয়ন ডোজ বছর শেষের আগে ব্যবহারের জন্য রয়েছে। সূত্র : রয়টার্স।

 সাতদিনের সেরা