kalerkantho

বুধবার । ৭ ডিসেম্বর ২০২২ । ২২ অগ্রহায়ণ ১৪২৯ । ১২ জমাদিউল আউয়াল ১৪৪৪

আফগানিস্তানে আত্মঘাতী বোমায় নিহত অন্তত ১৯

কালের কণ্ঠ ডেস্ক   

১ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআফগানিস্তানের রাজধানী কাবুতে এক শিক্ষাকেন্দ্রের ভেতরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতদের বেশির ভাগই তরুণী। এ ছাড়া হামলায় আহত হয়েছেন আরো অন্তত ২৭ জন।

পশ্চিম কাবুলের দাস্ত-ই-বারচিতে অবস্থিত এক উচ্চ শিক্ষাকেন্দ্রে কয়েক শ শিক্ষার্থী গতকাল শুক্রবার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

বিজ্ঞাপন

তখন সেখানে হামলা হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিমূলক পড়াশোনা করানো হয় এ শিক্ষাকেন্দ্রে। আকবর নামের এক আহত শিক্ষার্থী বলেন, ‘আমাদের শ্রেণিতে ৬০০ জনের মতো শিক্ষার্থী উপস্থিত ছিলেন। হতাহতের মধ্যে বেশির ভাগই নারী। ’

হামলার শিকার এলাকাটি শিয়া মুসলিম অধ্যুষিত। সাম্প্রতিককালে এ এলাকায় বেশ কয়েকটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। সূত্র : এএফপি

 

 সাতদিনের সেরা