kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

সু চির আরো তিন বছরের কারাদণ্ড

কালের কণ্ঠ ডেস্ক   

৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসু চির আরো তিন বছরের কারাদণ্ড

অং সান সু চি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি ও তাঁর সাবেক অর্থনৈতিক উপদেষ্টাসহ পাঁচজনের তিন বছর করে কারাদণ্ড হয়েছে। রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের দায়ে গতকাল বৃহস্পতিবার দেশটির সামরিক জান্তা নিয়ন্ত্রিত আদালত তাঁদের এ সাজা দেন। গত বছরের ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মাধ্যমে সু চি সরকারকে উত্খাত করে মিয়ানমারের সামরিক বাহিনী। সে সময় সু চি ও তাঁর উপদেষ্টা শ্যন টার্নেলকে আটক করা হয়।

বিজ্ঞাপন

সুচির বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে এবং কয়েকটি মামলায় তাঁর বেশ কয়েক বছর কারাদণ্ড হয়েছে। মিয়ানমারের অভিবাসনবিষয়ক আইনেও টার্নেলের তিন বছরের কারাদণ্ড হয়েছে। তবে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ রায় প্রত্যাখ্যান করে নিন্দা জানিয়েছে। সূত্র : এএফপি

 সাতদিনের সেরা