kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

‘রাইট লাইভলিহুড’ পুরস্কার পেল ইউক্রেনীয়সহ কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠান

সাব্বির খান, স্ক্যান্ডিনেভিয়া প্রতিনিধি   

৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২০২২ সালে বিশ্বে ‘শান্তি ও মানবাধিকার’ বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য সুইডেন থেকে দেওয়া ‘রাইট লাইভলিহুড পুরস্কার’ পেয়েছে ইউক্রেনের ওলেক্সান্দ্রা মাতভিচুক এবং তাঁর সংগঠন ‘সেন্টার ফর সিভিল লিবার্টিজ’সহ (সিসিএল) কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার সুইডেনের স্টেট থিয়েটারের সাংস্কৃতিক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে রাইট লাইভলিহুড ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওলে ফন উক্সেকুল এই ঘোষণা দেন।

ইউক্রেনের ওলেক্সান্দ্রা মাতভিচুক ও তাঁর সংগঠন ছাড়া পুরস্কৃত অন্যরা হলো সোমালিয়ার মানবাধিকার নেতা ফারতুন আদান ও ইলওয়াদ এলমান, ভেনিজুয়েলার সমবায় নেটওয়ার্ক ‘সেকোসেসোলা’ এবং উগান্ডাভিত্তিক ‘আফ্রিকা ইনস্টিটিউট ফর এনার্জি গভর্ন্যান্স’ (অ্যাফিগো)।

বিজয়ীরা বিশ্বশান্তি স্থাপন এবং মৌলিক মানবিক মূল্যবোধ সুরক্ষার জন্য নিজ নিজ ক্ষেত্রে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করার জন্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

বিজ্ঞাপন

সম্মান ও পুরস্কারের অর্থমূল্যের বিবেচনায় ‘রাইট লাইভলিহুড পুরস্কার’ বিশ্বে শান্তির জন্য ‘বিকল্প নোবেল পুরস্কার’ হিসেবে বিবেচিত হয়।

 সাতদিনের সেরা