kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

নৌ মহড়া করছে ওয়াশিংটন-সিউল

কালের কণ্ঠ ডেস্ক   

২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পাঁচ বছরের মধ্যে প্রথম যৌথ নৌ মহড়া শুরু করেছে। উত্তর কোরিয়ার সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার এক দিন পর গতকাল সোমবার দুই দেশ এই মহড়া শুরু করল। গণমাধ্যমের খবরে বলা হয়, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা বেশি না এগোনোর কারণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইওন সুক-ইয়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়া বাড়ানোর প্রতিশ্রুতি দেন। এর ধারাবাহিকতায় এবারের নৌ মহড়া হচ্ছে।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘উত্তর কোরিয়ার প্ররোচনা মোকাবেলার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের দিক থেকে শক্ত জবাব দিতে এই মহড়া। ’ ওয়াশিংটন ও সিউলের মধ্যে নৌ মহড়াটি চার দিন ধরে চলবে। সূত্র : এএফপিসাতদিনের সেরা