kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

শিনজো আবের শেষকৃত্য আজ

কালের কণ্ঠ ডেস্ক   

২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিনজো আবের শেষকৃত্য আজ

রাষ্ট্রীয়ভাবে শিনজো আবের শেষকৃত্যানুষ্ঠান করা হচ্ছে আজ। তাতে ব্যয় হবে এক কোটি ২০ লাখ মার্কিন ডলার। এমন ব্যয়বহুল রাষ্ট্রীয় আয়োজনের বিরুদ্ধে গতকাল জাপানের রাজধানী টোকিওতে বিক্ষোভ করে একদল মানুষ। ছবি : এএফপি

নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তের গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় শেষকৃত্য আজ। এই অনুষ্ঠান উপলক্ষে ২১৭টি দেশের প্রতিনিধি টোকিওতে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয়বারের মতো কোনো প্রধানমন্ত্রীর জন্য রাষ্ট্রীয় শেষকৃত্য আয়োজিত হচ্ছে জাপানে। দেড় ঘণ্টার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পর জাপানের জাতীয় সংগীত বাজানো হবে এবং নীরবতা পালন করা হবে।

বিজ্ঞাপন

শেষকৃত্যে আবের কৃতকর্মের স্মৃতিচারণা করবেন বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেষকৃত্যে উপস্থিত থাকবেন। গত ৮ জুলাই আবে মারা যান। সূত্র : হিন্দুস্তান টাইমসসাতদিনের সেরা