kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

রকেট উৎক্ষেপণ আবার পেছাল

কালের কণ্ঠ ডেস্ক   

২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরকেট উৎক্ষেপণ আবার পেছাল

এসএলএস

এবার বৈরী আবহাওয়ার কারণে নাসার নতুন চাঁদে অভিযানের রকেট স্পেস লঞ্চ সিস্টেমের (এসএলএস) উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল রকেটটির। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ইয়ান ক্রমে শক্তিশালী হওয়ায় আগামী সপ্তাহে ফ্লোরিডায় হারিকেনের মতো শক্তিশালী ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। ৫ অক্টোবরের মধ্যে রকেটটি উৎক্ষেপণ করা সম্ভব না হলে ১৭ থেকে ৩১ অক্টোবরের মধ্যে যেকোনো একটি দিনে তা করা হবে।

বিজ্ঞাপন

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে দুইবার এসএলএসের উৎক্ষেপণ পেছানো হয়। সূত্র : বিবিসিসাতদিনের সেরা