kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

আরো অডিও রেকর্ড ফাঁস

কালের কণ্ঠ ডেস্ক   

২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাকিস্তানে গতকাল রবিবার কয়েকজন শীর্ষ রাজনীতিকের আরো দুটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। আগের দিন শনিবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গতকাল ফাঁস হওয়া একটি অডিওতে শাহবাজ শরিফ, তাঁর মন্ত্রিসভার কয়েকজন সদস্য ও আরো কয়েকজনের মধ্যে পিটিআই নেতাদের পদত্যাগ নিয়ে আলাপচারিতা ছিল। অন্য অডিওতে শোনা যায় মরিয়ম নওয়াজ ও শাহবাজ শরিফের আলাপচারিতা।

বিজ্ঞাপন

এর আগে শনিবার পিটিআই নেতা ফাওয়াদ হোসাইনের ফাঁস করা অডিওতে দৃশ্যত শাহবাজ শরিফ একজন সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর বড় ভাই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়মের মেয়ের জামাইকে ব্যাবসায়িক সুবিধা করে দেওয়া ছিল ওই কথোপকথনের বিষয়বস্তু।

সূত্র : দ্য ডনসাতদিনের সেরা