kalerkantho

সোমবার । ২৮ নভেম্বর ২০২২ । ১৩ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

বেলারুশ পরিস্থিতির নিন্দা জাতিসংঘের

কালের কণ্ঠ ডেস্ক   

২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতিসংঘ বলেছে, বেলারুশে এখন কম পক্ষে এক হাজার ৩০০ জনের মতো রাজবন্দি রয়েছে। সেখানে রাষ্ট্রীয় বাহিনীর ব্যাপক নিপীড়নের কারণে মানবাধিকার পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। দেশটির অধিকার পরিস্থিতি নিয়ে সতর্ক করে জাতিসংঘ শুক্রবার এ তথ্য দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার ভারপ্রাপ্ত প্রধান নাদা আল-নাশিফ বলেন, ‘নিপীড়নের পরিবেশ অব্যাহত থাকায় মানবাধিকার পরিস্থিতির অবনতি হচ্ছে।

বিজ্ঞাপন

এর মধ্যে নাগরিক ও রাজনৈতিক অধিকারের গুরুতর লঙ্ঘনের পাশাপাশি দায়মুক্তি রয়েছে। ’ মানবাধিকার সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা থেকে এক বিবৃতিতে বেলারুশের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা তুলে ধরা হয়। সূত্র : এএফপিসাতদিনের সেরা