kalerkantho

বৃহস্পতিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১৪ আশ্বিন ১৪২৯ ।  ২ রবিউল আউয়াল ১৪৪৪

জি২০ সম্মেলনে যোগ দিচ্ছেন পুতিন ও চিনপিং

কালের কণ্ঠ ডেস্ক   

২০ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিং জি২০ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন। চলতি বছরের নভেম্বরে বালিতে অনুষ্ঠিতব্য সম্মেলনে তাঁরা যোগ দেবেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জোকো উইদোদো বলেছেন, ‘শি চিনপিং আসবেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আমাকে বলেছেন, তিনি আসবেন।

বিজ্ঞাপন

’ আসন্ন জি২০ সম্মেলনে বিশ্বের ওই শীর্ষ দুই নেতার যোগ দেওয়ার বিষয়ে এই প্রথম নিশ্চিতভাবে কেউ জানালেন।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার হামলা এবং তাইওয়ান ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে জি২০ সম্মেলনে চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের উপস্থিতি নিয়ে খানিকটা দোলাচল ছিল। অনিশ্চয়তা কাটিয়ে ওই বৈশ্বিক সম্মেলনে পুতিন ও চিনপিংয়ের যোগ দেওয়ার বিষয়টি ব্লুমবার্গকে নিশ্চিত করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান।

নভেম্বরের শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত থাকছেন। সে অনুসারে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর বাইডেন, পুতিন ও চিনপিংয়ের মুখোমুখি হওয়ার ঘটনা হবে এটাই প্রথম। তবে বাইডেন ও পুতিন কোনো দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন কি না, তা পরিষ্কার নয়। সূত্র : আলজাজিরা

 সাতদিনের সেরা