kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০২২ । ১৮ অগ্রহায়ণ ১৪২৯ । ৮ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

জাতিসংঘের বিশেষ দূত মিয়ানমারে

কালের কণ্ঠ ডেস্ক   

১৭ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজাতিসংঘের বিশেষ দূত গতকাল মঙ্গলবার মিয়ানমার সফরে গেছেন। দায়িত্ব নেওয়ার পর মিয়ানমারে এটাই তাঁর প্রথম সফর। অং সান সু চিকে দুর্নীতির দায়ে ছয় বছরের কারাদণ্ড দেওয়ার এক দিন পর এই সফরে যান তিনি। জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, মিয়ানমারে জাতিসংঘের নবনিযুক্ত বিশেষ দূত নোয়েলিন হেইজার ক্রমাগত অবনতিশীল পরিস্থিতি, সাম্প্রতিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনায় জোর দেবেন।

বিজ্ঞাপন

তবে জান্তার শীর্ষ নেতা কিংবা সু চির সঙ্গে তিনি দেখা করবেন কি না, এ বিষয়ে তারা স্পষ্ট কিছু জানায়নি। সিঙ্গাপুরের সমাজবিজ্ঞানী হেইজারকে গত বছর মিয়ানমারের বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন জাতিসংঘ মহাসচিব। এর আগে এই পদে ছিলেন সুইস কূটনীতিক শ্রেনার বার্গেনার। তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে ‘কঠোর অবস্থান’-এর ব্যাপারে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তাই মিয়ানমার গণমাধ্যমে তিনি ব্যাপক সমালোচিত হন এবং জান্তা তাঁকে মিয়ানমার সফর করতে দেয়নি। গত বছর ফেব্রুয়ারিতে সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উত্খাতের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। সু চি ও তাঁর দলের অন্য নেতাদের গ্রেপ্তার করে চলছে কথিত বিচার। মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক করতে আন্তর্জাতিক অঙ্গনের বিশেষ এশীয় ১০ দেশের জোট আসিয়ানের চেষ্টা এখন পর্যন্ত কাজে আসেনি। এর মধ্যে ওই দেশ সফরে গেছেন জাতিসংঘের বিশেষ দূত। সূত্র : এএফপিসাতদিনের সেরা