kalerkantho

বুধবার । ২৪ সেপ্টেম্বর ২০২২ । ১৩ আশ্বিন ১৪২৯ ।  ১ রবিউল আউয়াল ১৪৪৪

নদীতে ভেঙে পড়ল সেতু

স্ক্যান্ডিনেভিয়া প্রতিনিধি   

১৬ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনদীতে ভেঙে পড়ল সেতু

ভেঙে পড়া সেতু

নরওয়ের গুডব্র্যান্ডসডালেনের ওয়ের শহরে একটি সেতু ভেঙে পড়েছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ট্রাক ও একটি গাড়ি সেতু ভেঙে পানিতে পড়ে তলিয়ে যায়। এ ছাড়া একটি ট্রাক ও যাত্রীবাহী গাড়ি সেতুর প্রান্তে বিপজ্জনক অবস্থায় ছিল। পানিতে পড়া যান দুটির চালকরা অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় পুলিশের মুখপাত্র বার্ড এনার হফট মিডিয়াকে বলেন, তলিয়ে যাওয়া গাড়িতে থাকা এবং সেতুর ওপর চলাচলরত বেশ কিছু মানুষের তীব্র স্রোতে ভেসে যাওয়ার আশঙ্কার কথা অস্বীকার করা যাচ্ছে না। পুলিশ আরো বলেছে, সেতু ধসে পড়ার কারণ তদন্ত করে দেখা হবে। ভেঙে পড়া ট্রেটেন নামের সেতুটি ১৪৮ মিটার দীর্ঘ। এটি একটি ‘ট্রাস’ প্রযুক্তির কাঠের সেতু, যা ২০১২ সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। এ প্রযুক্তিতে প্রচুর ওজন বহনে সক্ষম ত্রিভুজ আকৃতির কাঠামোর সাহায্যে মূল সেতুটিকে ধরে রাখা হয়।সাতদিনের সেরা