kalerkantho

রবিবার । ২ অক্টোবর ২০২২ । ১৭ আশ্বিন ১৪২৯ ।  ৫ রবিউল আউয়াল ১৪৪৪

মিসরে গির্জায় আগুনে অন্তত ৪১ জন নিহত

কালের কণ্ঠ ডেস্ক   

১৫ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমিসরের কায়রোর কাছে একটি গির্জায় গতকাল রবিবার আগুন লেগে অন্তত ৪১ জন নিহত হয়েছে। এতে অন্তত ১৪ জন আহত  হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

রাজধানীর অদূরের গিজা শহরের আবু সিফিন গির্জায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গির্জাটি মিসরের কপটিক খ্রিস্টান সম্প্রদায়ের।

নিরাপত্তা সূত্র জানায়, ইমবাবা এলাকার ওই গির্জায় প্রায় পাঁচ হাজার মানুষ প্রার্থনা করছিল। এ সময় বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে হুড়াহুড়ি করে বের হতে গেলে অনেকেই পদপিষ্ট হয়।

মিসরের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, এ ঘটনায় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি কপটিক খ্রিস্টান সম্প্রদায়ের পোপ দ্বিতীয় তাওয়াদ্রোসকে ফোনে সমবেদনা জানিয়েছেন।

কপটিকরা মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় খ্রিস্টান জনগোষ্ঠী। মিসরের ১০ কোটি ৩০ লাখ জনসংখ্যার মধ্যে এক কোটি তারা। আবদেল ফাত্তাহ আল-সিসি মিসরের প্রথম প্রেসিডেন্ট হিসেবে কপটিক খ্রিস্টানদের ধর্মীয় জমায়েতে গিয়েছিলেন। সম্প্রতি একজন কপটিক ব্যক্তিকে সাংবিধানিক আদালতের বিচারক নিয়োগ করেন তিনি।

সূত্র : এএফপি ও আলজাজিরা সাতদিনের সেরা