kalerkantho

শনিবার । ১ অক্টোবর ২০২২ । ১৬ আশ্বিন ১৪২৯ ।  ৪ রবিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

পরমাণু নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি জাতিসংঘের

কালের কণ্ঠ ডেস্ক   

১৩ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উত্তর কোরিয়ায় পারমাণবিক নিরস্ত্রীকরণে তার ‘স্পষ্ট প্রতিশ্রুতি’ ব্যক্ত করেছেন। গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সঙ্গে কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণবিষয়ক আলোচনায় এ অভিমত জানান তিনি। গুতেরেস জাপান সফরের পর বৃহস্পতিবার সিউলে পৌঁছেন। ৬ আগস্ট জাপানে ৭৭তম হিরোশিমা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ার স্থানীয় মিডিয়া ফুটেজ অনুসারে গুতেরেস দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে বলেন, ‘গোটা অঞ্চলে স্থিতিশীলতা, শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ’ উত্তর কোরিয়ার সপ্তম পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে ওয়াশিংটন ও সিউল জাতিসংঘকে বারবার সতর্ক করার প্রেক্ষাপটে গুতেরেসের এ মন্তব্য এলো। গত মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছিলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও সিউলের সঙ্গে কোনো সামরিক সংঘাতে ‘পারমাণবিক প্রতিরোধ সক্রিয়’ করতে প্রস্তুত তারা। সূত্র : এএফপিসাতদিনের সেরা