kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

ভুল কক্ষপথে ঢুকে অচল স্যাটেলাইট

কালের কণ্ঠ ডেস্ক   

৮ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) সবচেয়ে ছোট স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ সত্ত্বেও কক্ষপথ হারিয়ে ফেলায় সেটিকে আর কাজে লাগানো সম্ভব নয়। স্থানীয় সময় গতকাল রবিবার সকাল ৯টা ১৮ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উেক্ষপিত ছোট বাণিজ্যিক স্যাটেলাইটটি ভুল কক্ষপথে ঢুকে পড়ায় সেটির আর কোনো কার্যকারিতা রইল না। গতকাল দুপুরে এমনই দুঃসংবাদ দেয় ইসরো। ভারতীয় মহাকাশ সংস্থার এক বিবৃতিতে জানানো হয়েছে, এসএসএলভি-ডি১ নামের ছোট স্যাটেলাইটটি ৩৫৬ কিলোমিটার চওড়া এবং ৭৬ কিলোমিটার লম্বা এলিপটিক্যাল কক্ষপথের বদলে ভুলবশত সার্কুলার কক্ষপথে ঢুকে পড়েছে।

বিজ্ঞাপন

ফলে ওই স্যাটেলাইটের আর কোনো কার্যকারিতা রইল না। যা ত্রুটি হয়েছে, তা চিহ্নিত করা সম্ভব হয়েছে। কোনো কারণে স্যাটেলাইটের সেন্সর সঠিকভাবে কাজ করেনি। ফলে এই ঘটনা ঘটেছে। ইসরোর যে রকেটটি এদিন উৎক্ষেপণ করা হয়, তা ছিল ক্ষুদ্রতম। ইসরোর স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকলটি লম্বায় মাত্র ৩৪ মিটার।

সূত্র : এই সময়

 সাতদিনের সেরা