kalerkantho

মঙ্গলবার । ২৭ সেপ্টেম্বর ২০২২ । ১২ আশ্বিন ১৪২৯ ।  ৩০ সফর ১৪৪৪

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

কালের কণ্ঠ ডেস্ক   

৮ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাষ্ট্রের ওহাইওতে গতকাল শুক্রবার বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন চারজন। ঘটনার পর বন্দুকধারীকে আটক করা সম্ভব হয়নি, পুলিশ তাঁকে খুঁজছে বলে জানা গেছে। গোলাগুলির ঘটনাটি ঘটেছে ওহাইওর ছোট শহর বাটলার টাউনশিপে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শহরটির পুলিশপ্রধান জন পোর্টার জানান, স্টিফেন মার্লো নামের এক ব্যক্তিকে ‘সন্দেহভাজন’ হিসেবে খোঁজা হচ্ছে।

বিজ্ঞাপন

ওই ব্যক্তি ‘অস্ত্রধারী এবং বিপজ্জনক’ বলে ধারণা করা হচ্ছে। বিবৃতিতে আরো জানানো হয়েছে, মার্লো ওহাইও ছেড়ে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। এফবিআই বলছে, সন্দেহভাজনের লেক্সিংটন, কেনটাকি, ইন্ডায়ানাপলিস এবং শিকাগোর সঙ্গে সম্পর্ক রয়েছে এবং ওই শহরগুলোর কোনো একটিতে পাওয়া যেতে পারে তাঁকে। মার্লো সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরে পোর্টার তাঁর ব্যাপারে আরো তথ্য দিতে এফবিআইয়ের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। শুক্রবার দুপুরের আগ দিয়ে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলে চারজন মারা যান বলে জানিয়েছে পুলিশ। তারা বলছে, ‘সাম্প্রতিক সময়ে ওই এলাকায় এটিই প্রথম সহিংসতার ঘটনা। ’

সূত্র : এনডিটিভিসাতদিনের সেরা