kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

চীন সীমান্তে ভারত-যুক্তরাষ্ট্রের মহড়া অক্টোবরে

কালের কণ্ঠ ডেস্ক   

৮ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগামী অক্টোবরে ভারতের সঙ্গে একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে ভারতের বিতর্কিত সীমান্তের ১০০ কিলোমিটারেরও কম দূরত্বে এই মহড়া হবে।

ভারতের এক সেনা কর্মকর্তা জানান, ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আউলি শহরের কাছে এই মহড়া হবে। আউলি হিমালয়ের দক্ষিণ ঢালে অবস্থিত।

বিজ্ঞাপন

ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ হাজার ফুট উচ্চতায় যুদ্ধ পরিচালনার প্রশিক্ষণ নেবে দুই দেশ।

আউলি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলওসি) থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত। এটি ভারত ও চীনকে বিভক্ত করেছে। ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধের পর এই জায়গায় দুই দেশের সীমান্ত মোটামুটি চিহ্নিত করা হয়েছে।

তাইওয়ান নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই এ মহড়ার কথা জানানো হলো। ভারত ও চীনের মধ্যেও দীর্ঘদিন ধরে সীমান্ত সংঘর্ষ চলছে। ২০২০ সালে দুই দেশের সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ ভারতীয় সেনা ও চার চীনা সেনা নিহত হয়। এর পর থেকে চীন ও ভারতের সম্পর্কের টানাপড়েন চলছে। সূত্র : সিএনএনসাতদিনের সেরা