ভারতে ফের আতঙ্ক তৈরি করছে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী চিত্র। ওমিক্রনের উপধরন BA.2.75-এর হদিস মিলেছে দেশটির প্রায় ১০ রাজ্যে। ইসরায়েলি বিশেষজ্ঞের দাবি, ভারতের ১০ রাজ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রনের এই সাবভেরিয়েন্ট। তবে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
বিজ্ঞাপন
একটি টুইট থ্রেডে ইসরায়েলের তেল হাশোমের এলাকার শেবা মেডিক্যাল সেন্টারের সেন্ট্রাল ভাইরোলজি ল্যাবরেটরির গবেষক শ্যায় ফ্লেইসন বলেছেন, ‘নেকস্ট্রেন নামের একটি ওপেন জিনোমিক ডাটাসংক্রান্ত প্ল্যাটফরমে আট দেশ থেকে ৮৫টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেখানেই দেখা গেছে ভারতের ১০ রাজ্যে ওমিক্রনের BA.2.75 উপধরন এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। ’ তিনি জানান, ভারতের দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু, কর্নাটক, মধ্য প্রদেশ, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে ওমিক্রনের এই উপধরন ছড়িয়ে পড়েছে। এই উপধরনের হদিস মিলেছে জাপান, জার্মানি, ব্রিটেন, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এদিকে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, দেশটিতে আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ হাজার ১৩৫ জন কভিড পজিটিভ হয়েছেন। এক দিনে কভিডে মৃত্যু হয়েছে ২৪ জনের, যা আগের দিনের তুলনায় কিছুটা কম। সূত্র : এই সময়