kalerkantho

শনিবার । ২০ আগস্ট ২০২২ । ৫ ভাদ্র ১৪২৯ । ২১ মহররম ১৪৪৪

সংক্ষিপ্ত

বাস গিরিখাতে পড়ে নিহত অন্তত ১৯

কালের কণ্ঠ ডেস্ক   

৪ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাস গিরিখাতে পড়ে নিহত অন্তত ১৯

গিরিখাতে পড়ে যাওয়া বাস

পাকিস্তানে বাস গিরিখাতে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১১ জন। কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল রবিবার সকালে বেলুচিস্তান প্রদেশের ঝোব জেলায় এ দুর্ঘটনা ঘটে। ইসলামাবাদ থেকে কোয়েটার উদ্দেশে রওনা হওয়া বাসটিতে যাত্রী ছিল ৩০ জনেরও বেশি।

বিজ্ঞাপন

অতিরিক্ত গতির কারণে গিরিখাতে পড়ে যায় গাড়িটি। সিভিল হসপিটাল ঝোবের কর্মকর্তা ডা. নুরুল হক জানান, আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মাসে উত্তর বেলুচিস্তানের কিলা সাইফুল্লাহ জেলার কাছের গিরিখাতেও যাত্রীবাহী ভ্যান পড়ে ২২ জন নিহত হয়। ওই ঘটনায়ও চালক খুব জোরে গাড়ি চালাচ্ছিলেন চালক।

সূত্র : দ্য ডন

 সাতদিনের সেরা