kalerkantho

শুক্রবার । ৩০ সেপ্টেম্বর ২০২২ । ১৫ আশ্বিন ১৪২৯ ।  ৩ রবিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

ইরানে ভূমিকম্পে নিহত অন্তত ৫

কালের কণ্ঠ ডেস্ক   

৩ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইরানে ভূমিকম্পে নিহত অন্তত ৫

ইরানের হরমুজগান প্রদেশে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা। ছবি : এএফপি

শক্তিশালী ভূমিকম্পে ইরানে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৮০ জন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি গ্রাম। ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্যানুসারে, ইরানের হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসের পশ্চিমে আঘাত হেনেছে ভূমিকম্প ও দুটি পরঘাত।

বিজ্ঞাপন

এর মধ্যে দুটি ছিল ছয় মাত্রার ভূমিকম্প। প্রথমটি দেজগান শহরের উত্তরে স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ২টার কিছু পরে আঘাত হানে। এর দুই ঘণ্টা পর সেখানে আবারও প্রথমে ৫.৭ মাত্রার এবং পরে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। হরমুজগানের গভর্নর মেহদি দৌস্তি জানান, অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। কম্পনের কেন্দ্রে থাকা সায়েহ খোশ গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রাষ্ট্রীয় জরুরি সেবার মুখপাত্র বলেন, ‘৮৪ জন আহত হয়েছে, যার মধ্যে শুধু ১৫ জন এখনো হাসপাতালে চিকিৎসার জন্য আছে। ’ সূত্র : বিবিসিসাতদিনের সেরা