২০১৮ সালের বিতর্কিত টুইট মামলায় ভারতের সাংবাদিক মোহাম্মদ জুবায়েরের জামিনের আবেদন খারিজ করলেন আদালত। দিল্লির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা শ্রীবাস্তব গতকাল শনিবার দিল্লি পুলিশের আবেদন গ্রহণ করে খবরের সত্যতা যাচাই করার সংবাদমাধ্যম অল্ট নিউজের এই সহপ্রতিষ্ঠাতাকে ১৪ দিনের কারা হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। চার বছরের পুরনো মামলায় আটক জুবায়েরের বিরুদ্ধে শনিবার আবার নতুন অভিযোগ এনেছে দিল্লি পুলিশ। তার মধ্যে রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রমাণ ধ্বংস করা।
বিজ্ঞাপন
সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের (এফসিআরএ) ৩৫ নম্বর ধারা অমান্যেরও অভিযোগ এনেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ। জুবায়েরের আইনজীবী আদালতে বলেন, ‘ফোন ফরম্যাট করা বেআইনি কাজ নয়’। তিনি আরো বলেন, জুবায়ের যে টুইট করেছিলেন তা ১৯৮৩ সালে সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া ছবিরই দৃশ্য। অন্যদিকে পুলিশের যুক্তি, ‘এটি নিছক একটি টুইটের ব্যাপার নয়। তখন (১৯৮৩ সালে) কোনো ইন্টারনেট ছিল না। সিরিয়া ও পাকিস্তানের মতো দেশ থেকে জুবায়েরের অনুদান গ্রহণের বিষয়টিও তাৎপর্যপূর্ণ। ’
সূত্র : আনন্দবাজার পত্রিকা