যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা নেবেন কি না, সে ব্যাপারে দ্বিধাবিভক্তি রয়েছে স্কটিশ ভোটারদের মধ্যে। সমীক্ষায় উঠে এসেছে, এখন ভোটগ্রহণ হলে অল্প ভোটে হেরে যাবেন স্বাধীনতাকামীরা। দ্য স্কটসম্যান সংবাদপত্রের পক্ষে জরিপটি করেছে লন্ডনের বাজার গবেষণা প্রতিষ্ঠান সাভান্টা কমরেস। প্রতিষ্ঠানটি গতকাল বলে, ‘যদি আগামীকাল গণভোট অনুষ্ঠিত হয়, তাহলে ৪৪ শতাংশ স্কটিশ হ্যাঁ ভোট দেবেন বলে জানিয়েছেন, আর ৪৬ শতাংশ না ভোট দেবেন বলে জানিয়েছেন।
বিজ্ঞাপন
সূত্র : এএফপি