kalerkantho

বৃহস্পতিবার । ১১ আগস্ট ২০২২ । ২৭ শ্রাবণ ১৪২৯ । ১২ মহররম ১৪৪৪

প্রেসিডেন্ট হিসেবে শপথ

বাবার শাসনকালের প্রশংসায় মার্কোস জুনিয়র

কালের কণ্ঠ ডেস্ক   

১ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাবার শাসনকালের প্রশংসায় মার্কোস জুনিয়র

ফার্দিনান্দ মার্কোস জুনিয়র

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ফার্দিনান্দ মার্কোস জুনিয়র তাঁর বাবার শাসনামলের প্রশংসা করেছেন। ‘বংবং’ মার্কোস জুনিয়র নামে পরিচিত ৬৪ বছর বয়সী এই রাজনীতিক গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন।

রাজধানী ম্যানিলায় আয়োজিত অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার শপথ নেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। এর মধ্য দিয়ে তিনি বিদায়ি নেতা রদ্রিগো দুতার্তের স্থলাভিষিক্ত হলেন।

বিজ্ঞাপন

মার্কোস জুনিয়রের এই অভিষেক তাঁর পরিবারের জন্য একটি বিস্ময়কর প্রত্যাবর্তনের প্রতীক বলে মনে করেন পর্যবেক্ষকরা। কারণ ১৯৮৬ সালে গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হয়েছিলেন তাঁর বাবা ফার্দিনান্দ মার্কোস, এমনকি সপরিবারে যুক্তরাষ্ট্রে নির্বাসনে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। ফিলিপাইনের রাজনীতিতে আজকের অবস্থান প্রতিষ্ঠার জন্য মার্কোস জুনিয়রকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সূত্র : এএফপি

 সাতদিনের সেরা