kalerkantho

শনিবার । ১৩ আগস্ট ২০২২ । ২৯ শ্রাবণ ১৪২৯ । ১৪ মহররম ১৪৪৪  

সংক্ষিপ্ত

উদ্ভাবনে শীর্ষে সুইডেন

সাব্বির খান, স্ক্যান্ডিনেভিয়া প্রতিনিধি   

২৯ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউদ্ভাবন বা আবিষ্কারে সুইডেন ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) শীর্ষে এবং বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে বলে এক জরিপে বলা হয়েছে। ১৮০০ শতকের শেষ দিক থেকে অদ্যাবধি একটি উদ্ভাবনী দেশ হিসেবে সুইডেনের একটি সুদৃঢ় অবস্থানের বিশ্বজুড়ে ঐতিহাসিক স্বীকৃতি রয়েছে বলে জানান ভিনোভার ডেপুটি ডিরেক্টর জেনারেল গোরান মার্কলুন্ড। সুইডিশ সরকারের গঠিত ‘ভিনোভা’ এমন একটি সংস্থা, যেটি বিভিন্ন উদ্ভাবনের ক্ষেত্রে উৎসাহদাতা সংস্থা হিসেবে কাজ করে থাকে। ইউরোপীয় কমিশনের সূচক ‘ইউরোপীয় উদ্ভাবন স্কোরবোর্ড’ অনুসারে, উদ্ভাবনের জন্য সুইডেন ইইউতে সেরা এবং সমগ্র বিশ্বের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের সংস্থা ‘ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপারটি অর্গানাইজেশনের’ (ডাব্লিউআইপিও) বার্ষিক জরিপ ‘গ্লোবাল ইনোভেশন ইনডেক্স’ অনুসারে সুইডেন সুইজারল্যান্ডের পরে দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে।

বিজ্ঞাপন

ক্রমানুসারে বিশ্বের ১০ উদ্ভাবনী দেশ হচ্ছে সুইজারল্যান্ড, সুইডেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, ডেনমার্ক এবং জার্মানি।সাতদিনের সেরা