ইউক্রেন আত্মসমর্পণ করলেই রাশিয়ার হামলা বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছে ক্রেমলিন। ইউক্রেনীয় সেনারা যাতে আত্মসমর্পণ করে, এ জন্য গতকাল মঙ্গলবার কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ইউক্রেনীয়রা চাইলে আজকের মধ্যেই সব বন্ধ করতে পারে। তাদের সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দিতে হবে।
বিজ্ঞাপন
এদিকে চলতি বছরের মধ্যে ইউক্রেনে রুশ হস্তক্ষেপের ইতি টানতে বিশ্বসম্প্রদায়কে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।
তিনি আরো বলেন, রাশিয়ার সঙ্গে আলোচনার সময় এখনো আসেনি। কারণ এখনো নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে কিয়েভ।
জেলেনস্কির বক্তব্যের বিষয়ে পেসকভ বলেন, ‘আমরা আমাদের প্রেসিডেন্টের বিবৃতি অনুসরণ করি। বিশেষ সামরিক যুদ্ধ পরিকল্পনা অনুযায়ী চলছে এবং লক্ষ্য অর্জনে সক্ষম হচ্ছে। ’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফার্স্ট লেডি জিল বাইডেন, তাঁদের মেয়ে অ্যাশলি বাইডেনসহ যুক্তরাষ্ট্রের ২৫ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।
গতকাল এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার রাজনীতিক ও জনপ্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার জবাবে যুক্তরাষ্ট্রের ২৫ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হলো।
রাশিয়ার নিষেধাজ্ঞাভুক্ত ব্যক্তিদের মধ্যে চারজন মার্কিন সিনেটর রয়েছেন।
সূত্র : এএফপি