kalerkantho

রবিবার । ১৪ আগস্ট ২০২২ । ৩০ শ্রাবণ ১৪২৯ । ১৫ মহররম ১৪৪৪

দায়িত্ব নিতে যাচ্ছেন ‘বংবং’

কালের কণ্ঠ ডেস্ক   

২৮ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদায়িত্ব নিতে যাচ্ছেন ‘বংবং’

বংবং

ফিলিপাইনে প্রেসিডেন্ট পদে বসতে যাচ্ছেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, যিনি বংবং নামেই বেশি পরিচিত। গত মাসে নির্বাচনে জয় লাভের পর আসছে বৃহস্পতিবার তিনি রদ্রিগো দুতার্তের স্থলাভিষিক্ত হবেন। নিজ পরিবারের অতীত একদম ধুয়েমুছে এবং দেশের প্রভাবশালী ও তাঁদের বিরোধী পরিবারগুলোর সঙ্গে জোট বেঁধে নির্বাচনে নেমে তিনি সফল হয়েছেন। গণবিক্ষোভের জেরে ৩৬ বছর আগে মার্কোস পরিবারের শাসনের পতন ঘটে।

বিজ্ঞাপন

হারানো রাজনৈতিক অবস্থান ফিরিয়ে এনেছেন বংবং। অথচ বাবার ভাষায় তিনি ছিলেন ‘বেখেয়ালি ও অলস’। ৬৪ বছর বয়সী ফার্দিনান্দ মার্কোস বাবার ধারণাকে ভুল প্রমাণিত করে আজ দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। সূত্র : এএফপি

 

 সাতদিনের সেরা