kalerkantho

শনিবার । ২০ আগস্ট ২০২২ । ৫ ভাদ্র ১৪২৯ । ২১ মহররম ১৪৪৪

ইরাকে ৭২ ঘণ্টায় তৃতীয় রকেট হামলা

কালের কণ্ঠ ডেস্ক   

২৭ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইরাকের উত্তরাঞ্চলীয় গ্যাস কমপ্লেক্স লক্ষ্য করে তিন দিনের মধ্যে তৃতীয়বার রকেট হামলার ঘটনা ঘটেছে। আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে আমিরাতি মালিকানাধানী গ্যাসক্ষেত্রের কাছেই রকেট হামলাগুলো চালানো হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় শনিবার সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি কম্পানি দানা গ্যাসের মালিকানাধীন ‘মোর গ্যাস’ কমপ্লেক্স লক্ষ্য করে কাতিউশা রকেট ছোড়া হয়।

বিজ্ঞাপন

স্থানীয় কর্মকর্তা সেদিক মুহাম্মদ জানান, রকেটটি কমপ্লেক্সের ৫০০ মিটার বাইরে আঘাত হানে। হামলার দায় গতকাল পর্যন্ত কেউ স্বীকার করেনি। এর আগে বুধবার ও শুক্রবার একই জায়গা লক্ষ্য করে কাতিউশা রকেট ছোড়া হয়। সূত্র : আলজাজিরাসাতদিনের সেরা