kalerkantho

শনিবার । ২০ আগস্ট ২০২২ । ৫ ভাদ্র ১৪২৯ । ২১ মহররম ১৪৪৪

গ্লাসটনবারির মঞ্চে গ্রেটার জলবায়ু সতর্কতা

কালের কণ্ঠ ডেস্ক   

২৭ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগ্লাসটনবারির মঞ্চে গ্রেটার জলবায়ু সতর্কতা

গ্রেটা থুনবার্গ

সংগীতসহ শিল্পকলাবিষয়ক অনুষ্ঠান যুক্তরাজ্যের গ্লাসটনবারি ফেস্টিভালের মঞ্চে এসে জলবায়ু পরিবর্তনের বিপদ সম্পর্কে সতর্কবার্তা উচ্চারণ করলেন সুইডেনের জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইংল্যান্ডের সমারসেটের পিলটন এলাকায় আয়োজিত হয় এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান।

পিরামিড আকৃতির মঞ্চে উঠে ১৯ বছর বয়সী শিক্ষার্থী গ্রেটা থুনবার্গ দর্শনার্থীদের উদ্দেশে বলেন, পৃথিবীর জৈবপরিবেশ ‘শুধু পরিবর্তিত হচ্ছে না, এটি অস্থিতিশীল হচ্ছে, ভেঙে পড়ছে। ’

গ্লাসটনবারি ফেস্টিভাল গান, নাচ, নাটকসহ নানা রকম সৃজনশীল শিল্পকলার জনপ্রিয় মঞ্চ।

বিজ্ঞাপন

গত বুধবার থেকে শুরু হওয়া এই আয়োজনের শেষ দিন ছিল গতকাল রবিবার। শনিবার ওই অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন গ্রেটা থুনবার্গ।

বিশ্বনেতাদের সমালোচনা করে থুনবার্গ বলেন, তাঁরা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী গ্যাস নিঃসরণ করা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে ‘ফাঁক তৈরি করছেন’। বক্তব্যের শেষে আশার বাণী শুনিয়ে দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘পার্থক্য তৈরির মতো শক্তি আপনাদের রয়েছে। আমরা সবচেয়ে অবিশ্বাস্য কাজ করে ফেলতে সক্ষম। সূত্র : বিবিসিসাতদিনের সেরা