kalerkantho

শনিবার । ১৩ আগস্ট ২০২২ । ২৯ শ্রাবণ ১৪২৯ । ১৪ মহররম ১৪৪৪  

সংক্ষিপ্ত

আফগানিস্তানে খাদ্য ও আশ্রয়ের সংকট

কালের কণ্ঠ ডেস্ক   

২৫ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআফগানিস্তানে ভূমিকম্পের পর দেখা দিয়েছে খাদ্য, বাসস্থান ও সুপেয় পানির সংকট। ভূমিকম্পে গ্রামের পর গ্রাম সমান হয়ে গেছে। লাশ দাফনে হিমশিম খাচ্ছে স্বজনরা। ২১ বছর বয়সী ভুক্তভোগী জাইতুল্লাহ গুরজিওয়াল বলেন, ‘আমাদের কাঁথাকম্বল কিংবা থাকার জন্য কোনো তাঁবু নেই।

বিজ্ঞাপন

আমাদের সুপেয় পানি সরবরাহব্যবস্থা একদম ধ্বংস হয়ে গেছে। খাবার বলতেও কিছু নেই। ’ ভূমিকম্পে বেঁচে যাওয়া আফগানরা এ পরিস্থিতিতে কলেরা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন। গতকাল শুক্রবারও ৪.৩ মাত্রার পরঘাতে কেঁপে ওঠে দেশটি। এ ঘটনায় আরো পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গায়ান জেলার স্বাস্থ্য কর্মকর্তা মকবুল লুকমানজাই।

সূত্র : এএফপি ও বিবিসি

 

 সাতদিনের সেরা