সিঙ্গাপুরে প্রথমবারের মতো এক ব্রিটিশ নাগরিকের দেহে মাংকিপক্স শনাক্ত হয়েছে। তিনি গত সপ্তাহে বিমানে সিঙ্গাপুরে এসে ঘুরে যান। গত মঙ্গলবার সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানায়, ৪২ বছর বয়সী ওই ব্যক্তি মধ্য জুনে সিঙ্গাপুরে এসে আবার চলেও গিয়েছেন। ধারণা করা হচ্ছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটিই প্রথম মাংকিপক্স শনাক্তের ঘটনা।
বিজ্ঞাপন