kalerkantho

শুক্রবার । ১ জুলাই ২০২২ । ১৭ আষাঢ় ১৪২৯ । ১ জিলহজ ১৪৪৩

সংক্ষিপ্ত

সিঙ্গাপুরে মাংকিপক্স রোগী শনাক্ত

কালের কণ্ঠ ডেস্ক   

২৩ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিঙ্গাপুরে প্রথমবারের মতো এক ব্রিটিশ নাগরিকের দেহে মাংকিপক্স শনাক্ত হয়েছে। তিনি গত সপ্তাহে বিমানে সিঙ্গাপুরে এসে ঘুরে যান। গত মঙ্গলবার সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানায়, ৪২ বছর বয়সী ওই ব্যক্তি মধ্য জুনে সিঙ্গাপুরে এসে আবার চলেও গিয়েছেন। ধারণা করা হচ্ছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটিই প্রথম মাংকিপক্স শনাক্তের ঘটনা।

বিজ্ঞাপন

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, গত সোমবার ওই ব্যক্তির দেহে মাংকিপক্স শনাক্ত হয়। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং তাঁকে আইসোলেশন কক্ষে রাখা হয়েছে। গত মে থেকে বিশ্বের ৪২টি দেশে এ পর্যন্ত মাংকিপক্সে দুই হাজার ১০০ জন আক্রান্ত হয়েছে। সূত্র : বিবিসি

 সাতদিনের সেরা