ভারতে ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গতকাল মঙ্গলবার পঞ্চম দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর আগ পর্যন্ত চার দিনের জেরায় তাঁকে মোট ৪০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। আর্থিক অনিয়মের তদন্ত করতে গত সপ্তাহে রাহুলকে তিন দিন জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। আর গত সোমবার জিজ্ঞাসাবাদ শেষে রাত ১২টার পর ইডি কার্যালয় থেকে বের হন এই সংসদ সদস্য।
বিজ্ঞাপন
এ মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও ডেকেছিল ইডি। তবে করোনায় আক্রান্ত সোনিয়া হাসপাতালে ভর্তি থাকায় জেরার বিষয়টি বিলম্বিত হয়। আগামীকাল তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা ইডির। গত সপ্তাহে কংগ্রেসের কার্যালয়ে হানা দেয় দিল্লি পুলিশ। এ সময় দলের সংসদ সদস্য ও নেতাদের আটকে নির্যাতন করা হয় বলে রাষ্ট্রপতির কাছে অভিযোগ করেছে দলটি। এ ছাড়া পঞ্চম দিনের মতো রাহুলকে জিজ্ঞাসাবাদ করায় খেপেছে কংগ্রেস। দলটির নেতাদের অভিযোগ, এটা জিজ্ঞাসাবাদ নয়, হেনস্তা। সূত্র : আনন্দবাজার পত্রিকা