মজুরিসংক্রান্ত আলোচনা ব্যর্থ হওয়ায় গত ৩০ বছরের বেশি সময় পর ‘সবচেয়ে বড়’ রেল ধর্মঘট হতে যাচ্ছে যুক্তরাজ্যে। রেল মেরিটাইম (আরএমটি) ও পরিবহন শ্রমিক ইউনিয়ন গতকাল শনিবার এ তথ্য জানায়। আরএমটির জেনারেল সেক্রেটারি মিক লিঞ্চ বলেন, সম্প্রতি নেটওয়ার্ক রেল, ট্রেন কম্পানি ও লন্ডন পাতালরেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তবে কার্যকর কোনো সমঝোতা হয়নি।
বিজ্ঞাপন
এর ফলে আগামী মঙ্গল, বৃহস্পতি ও শনিবার রেলের ৫০ হাজারের বেশি কর্মী ধর্মঘটে অংশ নেবেন। লন্ডন পাতালরেলের কর্মীরা আগামী মঙ্গলবার ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করবেন। ধর্মঘটের কারণে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। আসন্ন পরিস্থিতির জন্য রেল খাত থেকে শত শত কোটি পাউন্ড ব্যয় সংকোচন করা রক্ষণশীল সরকারকে দায়ী করেছে আরএমটি। এই খাতে বেশ কিছু মানুষ চাকরি হারিয়েছেন এবং উচ্চ মুদ্রাস্ফীতির কারণে অবশিষ্ট কর্মীদের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে।
সূত্র : এএফপি