kalerkantho

শনিবার । ২৫ জুন ২০২২ । ১১ আষাঢ় ১৪২৯ । ২৪ জিলকদ ১৪৪৩

উত্তর কোরিয়ায় ‘করোনা নিয়ন্ত্রণে’

কালের কণ্ঠ ডেস্ক   

২৮ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকভিড-১৯ পরিস্থিতি এখন নিজেদের নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। গতকাল শুক্রবার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, সপ্তম দিনের মতো শনাক্তের সংখ্যা কমছে, কারণ স্বাস্থ্য সেবাকর্মীরা এরই মধ্যে পরীক্ষা ও চিকিত্সা আরো জোরদার করেছেন। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, উত্তর কোরিয়ার দুর্বল স্বাস্থ্য খাতে কভিড-১৯ চিকিত্সার জন্য গণপরীক্ষা ব্যবস্থা, টিকা কিংবা পর্যাপ্ত চিকিত্সা সামগ্রী নেই। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, স্বাস্থ্যসেবা কর্মীদের আন্তরিক পরিশ্রমের সুবাদে কভিড-১৯ শনাক্ত ও চিকিত্সায় বেশ অগ্রগতি হয়েছে।

বিজ্ঞাপন

গত ১২ মে উত্তর কোরিয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং এর সঙ্গে সঙ্গেই দেশে সর্বোচ্চ জরুরি মহামারি প্রতিরোধ ব্যবস্থা চালু করা হয়। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন ওই ব্যবস্থার সার্বক্ষণিক তদারকি করছেন বলে জানানো হয়। সূত্র : এএফপি

 সাতদিনের সেরা