কভিড-১৯ পরিস্থিতি এখন নিজেদের নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। গতকাল শুক্রবার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, সপ্তম দিনের মতো শনাক্তের সংখ্যা কমছে, কারণ স্বাস্থ্য সেবাকর্মীরা এরই মধ্যে পরীক্ষা ও চিকিত্সা আরো জোরদার করেছেন। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, উত্তর কোরিয়ার দুর্বল স্বাস্থ্য খাতে কভিড-১৯ চিকিত্সার জন্য গণপরীক্ষা ব্যবস্থা, টিকা কিংবা পর্যাপ্ত চিকিত্সা সামগ্রী নেই। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, স্বাস্থ্যসেবা কর্মীদের আন্তরিক পরিশ্রমের সুবাদে কভিড-১৯ শনাক্ত ও চিকিত্সায় বেশ অগ্রগতি হয়েছে।
বিজ্ঞাপন