kalerkantho

রবিবার । ৩ জুলাই ২০২২ । ১৯ আষাঢ় ১৪২৯ । ৩ জিলহজ ১৪৪৩

মাহিন্দাকে সিআইডির জিজ্ঞাসাবাদ

কালের কণ্ঠ ডেস্ক   

২৭ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাহিন্দাকে সিআইডির জিজ্ঞাসাবাদ

মাহিন্দা

শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেকে (৭৬) গত বুধবার জিজ্ঞাসাবাদ করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় রাজাপক্ষের তিন ঘণ্টা দীর্ঘ জবানবন্দি রেকর্ড করা হয়। গত ৯ মে রাজাপক্ষের সমর্থক ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় এ জিজ্ঞাসাবাদ করা হয়। ওই সংঘর্ষে দেশব্যাপী ১০ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়।

বিজ্ঞাপন

গতকাল  স্থানীয় পত্রিকায় জানানো হয়, কলম্বোতে নিজ বাসভবনে রাজাপক্ষের জবানবন্দি রেকর্ড করে সিআইডি। সংঘর্ষের ঘটনা মোকাবেলায় ব্যর্থ হওয়ার দায় নিয়ে গত ২৩ মে দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়ের এক শীর্ষ আমলা পদত্যাগ করেন।

সূত্র : পিটিআই

 

 

 

 সাতদিনের সেরা