আফগানিস্তানে পৃথক চারটি বোমা বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কর্মকর্তারা জানান, এ বিস্ফোরণের কয়েকটির দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। গত বুধবার আফগানিস্তানের উত্তরের গুরুত্বপূর্ণ শহর মাজার-ই-শরিফে তিনটি আলাদা মিনিবাসে বোমা বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ১০ জন মারা গেছে।
বিজ্ঞাপন
একই দিনে রাজধানী কাবুলের একটি মসজিদে বিস্ফোরণে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। বালখ স্বাস্থ্য বিভাগের প্রধান নাজিবুল্লাহ তাওয়ানা বলেন, মিনিবাসের ঘটনায় নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। মিনিবাসে বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর মসজিদটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মসজিদের ভেতরে ফ্যানে বিস্ফোরক লুকানো ছিল।
সূত্র : এএফপি