করোনাভাইরাস মহামারির বিধি-নিষেধ শিথিল হওয়ার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের ‘উদ্বেগজনক বৃদ্ধি’ ঘটেছে বলে গতকাল জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি বলছে, ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ইরানে রাষ্ট্রীয়ভাবে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অ্যামনেস্টির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে ১৮টি দেশে মোট ৫৭৯টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই সংখ্যা ২০২০ সালের তুলনায় ২০ শতাংশ বেশি।
বিজ্ঞাপন