kalerkantho

রবিবার । ৩ জুলাই ২০২২ । ১৯ আষাঢ় ১৪২৯ । ৩ জিলহজ ১৪৪৩

শীর্ষ নেতৃত্ব থেকে নিপীড়নের নির্দেশ

শিনচিয়াংয়ের সরকারি নথি ফাঁস

কালের কণ্ঠ ডেস্ক   

২৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচীনের শিনচিয়াং প্রদেশে উইঘুরসহ অন্যান্য সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর নিপীড়নের তথ্য নিয়ে পুরনো বিতর্ক নতুন করে উসকে উঠেছে।

নাম প্রকাশ না করা এক সূত্র হ্যাকিংয়ের মাধ্যমে শিনচিয়াংয়ের বিপুলসংখ্যক সরকারি নথি সংগ্রহ করে আদ্রিয়ান জেনজ নামের এক শিক্ষাবিদের কাছে হস্তান্তর করে। এতে হাজার হাজার ছবি ও নথি রয়েছে, যেগুলোতে উঠে এসেছে শিনচিয়াংয়ের গণশিবিরগুলোয় কেউ স্বেচ্ছায় থাকে না। ওই সব শিবির থেকে কেউ পালানোর চেষ্টা করলে দেখামাত্র তাকে যেন গুলি করে মারা হয়, এমন নির্দেশ দেওয়ার প্রমাণও রয়েছে।

বিজ্ঞাপন

২০১৭ সালে শিনচিয়াংয়ের কমিউনিস্ট পার্টি সেক্রেটারি চেন কুয়াঙ্গু এমন আদেশ দেয় বলে নথিতে প্রমাণ রয়েছে।

শুধু ওই নেতা নন, চীনের বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতা এমনকি প্রেসিডেন্ট শি চিনপিংও শিনচিয়াংয়ের সংখ্যালঘুদের জোরপূর্বক দমনের নির্দেশ দিয়েছেন বলে প্রমাণ রয়েছে ওইসব নথিতে।

যেসব নথি ফাঁস হয়েছে, সেগুলোর মধ্যে পুলিশি নথিও রয়েছে। তাতে দেখা যায়, পুলিশের খাতায় দুই হাজার ৮০০ ছবি রয়েছে, যেগুলোর মধ্যে টিনএজারদের মুখও। এর মধ্যে ১৭ বছর বয়সী জেইতুনিগুল আবলেহেতকে বন্দিশিবিরে রাখা হয়েছে অবৈধ ভাষণ শোনার অপরাধে। ১৬ বছর বয়সী বিলাল কাসিমকে আটক রাখা হয় অন্য বন্দিদের সঙ্গে সম্পর্ক রক্ষার দায়ে।

এমন সময় এসব নথি ফাঁস হলো, যখন জাতিসংঘ মানবাধিকারবিষয়ক প্রধান মিশেল বাশিলিত চীন সফর করছেন। সূত্র : এএফপিসাতদিনের সেরা