অর্থসংকটে থাকা শ্রীলঙ্কা গতকাল মঙ্গলবার জ্বালানির দাম রেকর্ড পরিমাণ বাড়িয়েছে। এর ফলে স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় সংকটে থাকা শ্রীলঙ্কার দুই কোটি ২০ লাখ মানুষের ভোগান্তি আরো বাড়ল।
শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী কাঞ্চনা বিজেসেকেরা বলেন, রাষ্ট্র পরিচালিত সিলোন পেট্রোলিয়াম করপোরেশনের বিপুল ক্ষতির পরিমাণ কমাতে গত সোমবার জ্বালানি মূল্যবৃদ্ধির অনুমোদন দেওয়া হয়।
তিনি বলেন, জ্বালানি তেলের ব্যবহার কমাতে এবং বিদ্যুৎ সাশ্রয় করতে দেশটির নাগরিকদের বাড়িতে বসে কাজ করতে উৎসাহ দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
ডিজেলের দাম বেড়েছে ৩৮ শতাংশ। ফলে প্রতি লিটার ডিজেলের দাম ২৮৯ শ্রীলঙ্কান রুপি থেকে বেড়ে হয়েছে ৪০০ রুপি। পেট্রলের দাম ৩৩৮ থেকে বেড়ে হয়েছে ৪২০ রুপি। গত ছয় মাসে ডিজেলের দাম ২৩০ শতাংশ এবং পেট্রলের দাম ১৩৭ শতাংশ বেড়েছে।
সরবরাহ সংকটের কারণে মোটরযানে জ্বালানি ভরতে কখনো কখনো দিনভর লাইনে দাঁড়াতে হচ্ছে।
বৈদেশিক মুদ্রার মারাত্মক সংকটের কারণে খাদ্য ও ওষুধের সংকট দেখা দিয়েছে। উচ্চ মুদ্রাস্ফীতি ও দীর্ঘ সময়ের বিদ্যুিবভ্রাটে জনদুর্ভোগ বেড়েই চলছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বাস ও ট্যাক্সি ভাড়া ৫০ শতাংশ বাড়ার পাশাপাশি প্রায় সব পণ্য ও সেবার দাম বেড়েছে।
বিজেসেকেরা বলেন, জ্বালানি কিনতে ভারতের কাছে ৫০ কোটি ডলার ঋণ চেয়েছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার সরকারি পরিসংখ্যান বলছে, গত মাসে মুদ্রাস্ফীতি ছিল ৩৩.৮ শতাংশ। সূত্র : এএফপি, রয়টার্স