kalerkantho

সোমবার । ২৭ জুন ২০২২ । ১৩ আষাঢ় ১৪২৯ । ২৬ জিলকদ ১৪৪৩

জাতিসংঘ মানবাধিকার প্রধানের চীন সফর

কালের কণ্ঠ ডেস্ক   

২৪ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছয় দিনের সফরে গতকাল চীনে পৌঁছেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান মিশেল বাশিলিত। এ সফরে তিনি শিনচিয়াংয়েও যাবেন। গত দুই দশকে জাতিসংঘের মানবাধিকারপ্রধানের এটাই চীনে প্রথম সফর। চীনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, শিনচিয়াংয়ে সংখ্যালঘু মুসলমানদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা ১০ লাখের বেশি উইঘুর ও অন্য সংখ্যালঘু মুসলমানকে অন্যায়ভাবে আটক করে রেখেছে। চীন তাদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে, যাকে যুক্তরাষ্ট্র ‘গণহত্যা’ বলে অভিযোগ করছে। এসব অভিযোগের ভিত্তিতে চীনের ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞাও আরোপ করেছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ। তবে শুরু থেকেই সচেতনভাবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে বেইজিং। তারা এসব অভিযোগকে ‘শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা’ অভিহিত করছে। অমীমাংসিত এ বিতণ্ডার মধ্যে চীন সফর করছেন বাশিলিত। গতকাল চীনে ৭০টি কূটনৈতিক মিশনের প্রধানদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন তিনি। সূত্র : এএফপি

 সাতদিনের সেরা