সৌদি আরবে এই প্রথমবারের মতো সব নারী কর্মী নিয়ে ফ্লাইট সম্পন্ন করল কোনো বিমান সংস্থা। গত শনিবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। রক্ষণশীল দেশটিতে একে নারীর ক্ষমতায়নের পথে আরেকটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। স্বল্প মূল্যের এয়ারলাইন ফ্লাইএডিল এই ফ্লাইটটি পরিচালনা করে।
বিজ্ঞাপন
আগামী বৃহস্পতিবার তাদের আরেকটি ফ্লাইট রাজধানী রিয়াদ থেকে জেদ্দায় যাবে। কম্পানির মুখপাত্র ইমাদ ইসকান্দারানি এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, কো-পাইলটসহ উড়োজাহাজের সাত সদস্যের ক্রুর মধ্যে বেশির ভাগই ছিলেন সৌদি নারী। তবে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন একজন বিদেশি নারী। সৌদি আরবে প্রকৃত কর্তৃত্বের অধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে নারীদের গাড়ি চালানো ও পুরুষ অভিভাবক ছাড়া বাইরে বের হওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে বিধি-নিষেধ তুলে নেওয়া হয়েছে। সূত্র : এএফপি