তালেবান সরকারের নির্দেশ অমান্য করার এক দিন পর গতকাল রবিবার আফগানিস্তানের প্রধান টেলিভিশন চ্যানেলগুলোতে নারী উপস্থাপকদের চেহারা ঢাকা অবস্থায় দেখা গেছে। টিওএলওনিউজ, আরিয়ানা টেলিভিশন, শামসাদ টিভি ও ওয়ান টিভির সকালের খবরে দেখা গেছে, উপস্থাপক ও প্রতিবেদকরা হিজাব ও সম্পূর্ণ মুখাবয়ব ঢাকা নিকাব পরেছিলেন। সংবাদ পরিবেশনের সময় শুধু তাঁদের চোখ দেখা যাচ্ছিল। টিওএলওনিউজের উপস্থাপক সোনিয়া নিয়াজি বলেন, ‘আমরা নিকাব পরার বিরোধিতা করেছিলাম।
বিজ্ঞাপন