পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি গতকাল রবিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভার সদস্য হিসেবে বিলাওয়ালের এটাই প্রথম পুরনো মিত্র দেশ চীন সফর।
বিলাওয়াল এবং ওয়াং ইয়ের বৈঠকটি হয় চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংঝুতে। তাঁদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক, শিল্পায়ন ও চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞাপন
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সফর সম্পর্কে বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন বলেন, ‘এই অঞ্চলের প্রধান বিষয়গুলোর পরিবর্তন, ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় চীন এবং পাকিস্তানের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের প্রয়োজন। ’ সূত্র : দ্য ডন