kalerkantho

বুধবার । ২৯ জুন ২০২২ । ১৫ আষাঢ় ১৪২৯ । ২৮ জিলকদ ১৪৪৩

জার্মানিতে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

কালের কণ্ঠ ডেস্ক   

২২ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজার্মানিতে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

পশ্চিম জার্মানিতে ঝড়ে উপড়ে পড়া গাছে দুমচেমুচড়ে যাওয়া গাড়ি। ছবি : এএফপি

জার্মানিতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে একজন নিহত ও ৪৩ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, জার্মানির পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি শহরের মধ্য দিয়ে ধ্বংসলীলা ঘটিয়ে পার হয়েছে ঝড়টি। প্যাডেরবর্ন শহরের কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড়টি বাড়ির ছাদ উপড়ে ফেলেছে। ধ্বংসাবশেষ কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

তাঁরা আরো জানান, ১০ জন গুরুতর আহত হয়েছে। এক নারীর জীবন শঙ্কার মুখে রয়েছে। গত শুক্রবারের ওই ঝড়ে ৩৮ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। আশ্রয় নেওয়া ভূগর্ভস্থ কক্ষে পানি ঢুকে পড়লে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান তিনি। পুলিশ ওই অঞ্চলের উপড়ে পড়া গাছ ও বাড়ির ছবি প্রকাশ করেছে। দেড় লাখ বাসিন্দার শহর প্যাডেরবর্নের পুলিশ বলেছে, ‘ধাতুর পাত, বাসাবাড়ির সামগ্রী এবং অন্যান্য উপাদান উড়ে কয়েক কিলোমিটার দূরে চলে গেছে। অসংখ্য ছাদ উড়ে গেছে বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়ে যাওয়া গাড়ির ওপরে এখনো অনেক গাছ পড়ে রয়েছে। ’

সূত্র : বিবিসি।

 সাতদিনের সেরা